• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরায় বর্ষার পানিতে কবর থেকে ভেসে উঠলো মরদেহ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২২  

নিম্নচাপের প্রভাবে টানা তিনদিন ধরে বৃষ্টি হয়েছে সাতক্ষীরায়। সেই বৃষ্টির পানিতে কবর থেকে ভেসে উঠেছে কয়েকদিন আগে দাফন করা একটি মরদেহ।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নে বহেরা পোস্ট অফিসের পেছনে একটি কবরস্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সম্প্রতি বহেরা গ্রামের মৃত আমানউল্লাহ হাজির ছেলে রফিকুল ইসলাম (৫৫) মারা যান। পরে ওই স্থানে তার দাফন সম্পন্ন করা হয়। তবে গত কয়েকদিনের টানা বৃষ্টির ফলে কবরের ভেতরে পানি ভরাট হওয়ায় হঠাৎ মরদেহটি ভেসে ওঠে। এসময় ওই এলাকায় মরদেহের পচা গন্ধ ছড়িয়ে পড়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলিয়ার ইউপি চেয়ারম্যান আসাদুল হক বলেন, তাৎক্ষণিক কবর থেকে মরদেহ ভেসে উঠার খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এসময় মরদেহটি একনজর দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষ কবরস্থানে এসে ভিড় জমান। মৃতের স্বজনরা এলাকার বাইরে থাকায় স্থানীয়রা পুনরায় মরদেহটি কবরে দাফন করেছেন।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান তাকে বিষয়টি জানিয়েছেন। অতিরিক্ত বৃষ্টির কারণে কবর থেকে মরদেহটি ভেসে উঠেছে বলে শুনেছি।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা