• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

চামড়া পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদার

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১১ জুলাই ২০২২  

অবৈধ পথে ভারতে কোরবানির পশুর চামড়া পাচার রোধে সাতক্ষীরার পুরো সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও জেলা পুলিশ। সীমান্তে গোয়েন্দা নজরদারির পাশাপাশি বাড়ানো হয়েছে টহলও।

এদিকে দেশের  ভেতরে দাম বাড়ানো গেলে ভারতে চামড়ার পাচারের আশঙ্কা নেই বলে জানিয়েছেন এই পেশায় জড়িতরা। 

সোমবার (১১ জুলাই) সাতক্ষীরার ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহামুদ জানান, চামড়া পাচাররোধে সাতক্ষীরার ২৩৮ কিলোমিটার সীমান্ত জুড়ে বিজিবি ও পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নজরদারি করছে। কোনো ভাবেই ভারতে চামড়া পাচার করতে দেওয়া হবে না।

সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, চামড়া পাচার রোধে বিজিবির পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। চামড়া পাচার রোধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা