• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরায় অব্যহত থাকবে তাপ প্রবাহ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৯ মে ২০২২  

দেশেজুড়ে গরমের দাবদাহ বৃদ্ধি পেতে পারে। আগামী দুই দিন সার্বিক তাপমাত্রা দিনে সব্বোর্চ ৩৬-৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং রাতে ২৭-২৮ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। দুই দিন পরে আবারও হালকা থেকে ভারি বর্ষণসহ বৃষ্টি শুরু হতে পারে।

আজ বৃহস্পতিবার (১৯ মে) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্বশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী দুই দিন পরে আবার হালকা থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, মাদারীপুর, টাঙ্গাইল, চাঁদপুর, রাজশাহী, খুলনা, সাতক্ষীরা, যশোর ও বাগেরহাট জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।

আবহাওয়াবিদ মো শাহীনুল ইসলাম জানান, বৃহস্পতিবার এবং শুক্রবার (২০ মে) আবহাওয়া অপরিবর্তিত থাকবে। আর্দ্রতা বেশি হওয়ায় গরম ভাবটা বেশি থাকবে। রাতের দিকে ভ্যাপসা গরম আরো বাড়তে পারে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা