• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরা সদর উপজেলার ১৩ ইউপিতে বিজয়ী যারা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২১  

সাতক্ষীরা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিক নিয়ে ৩ জন বিজয়ী হয়েছেন। বৈকারী ইউনিয়ন ছাড়া বাকি ১২টিতে শান্তিপূর্নভাবে উৎস্যবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত। প্রায় প্রতিটি কেন্দ্রে সকাল থেকে ভোটারা দীর্ঘ লাইনে দাড়িয়ে ভোট প্রদান করেন। তবে ভোট কেন্দ্র গুলোতে নারী ভোটারের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।

এদিকে ভোট গ্রহণের শুরুতেই সাতক্ষীরা সদর উপজেলায় নির্বাচনী সহিংসতায় একজন চেয়ারম্যান প্রার্থীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার বৈকারী ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

১৩ ইউনিয়নে বেসরকারীভাবে বিজয়ী যারাঃ

বাঁশদহ ইউনিয়নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান (নৌকা), কুশখালী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা মুহাম্মদ আব্দুল গফফার (টেলিফোন), লাবসা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সদস্য সচিব ও  বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলিম (আনারস), বল্লী ইউনিয়নে বিএনপির সদস্য মোঃ মহিতুল ইসলাম (আনারস), আগরদাড়ি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ কবীর হোসেন (টেবিল ফ্যান), ঝাউডাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের আজমল উদ্দীন (নৌকা), ঘোনা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আব্দুল কাদের (মোটর সাইকেল), বৈকারী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী আবু মোঃ মোস্তফা কামাল (মটর সাইকেল), ভোমরা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইসরাইল গাজী (মোটর সাইকেল), শিবপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাাদক এসএম আবুল কালাম আজাদ (আনারস), ফিংড়ি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী মোঃ লুৎফর রহমান (আনারস), ধুলিহর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ মিজানুর রহমান চৌধুরী (আনারস), ব্রহ্মরাজপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ আলাউদ্দীন (নৌকা)।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা