• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরার ১২২টি পূজা মন্ডপে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২১  

আসন্ন শারদীয় দুর্গাপূজা আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে সাতক্ষীরার ১২২টি পুজা মন্ডপে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত অনুদানের চেক বিতরণ করা হয়েছে। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে শনিবার (৯ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে এই চেক বিতরণ করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির।

মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কর্যক্রম সাতক্ষীরার সহকারি প্রকল্প পরিচালক শ্রী অপূর্ব আদিত্যের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাস্টি শ্রী শ্যামল সরকার, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা, সুব্রত ঘোষ, হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি শ্রী বিশ^জিৎ সাধু, তালা উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি শ্রী ঘোষ সনৎ কুমারসহ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর কর্মকর্তারা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কর্যক্রম সাতক্ষীরার পরিদর্শক মিন্টু হালদার।

অনুষ্ঠান থেকে জানানো হয়, হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গেৎসব আনন্দঘনও অনাড়ম্বর পরিবেশে উদযাপনের লক্ষ্যে জেলার ১২২টি পূজা মন্ডপে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত এই অনুদানের চেক বিতরণ করা হয়।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা