• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরায় ৭০ পরিবারকে খাদ্যসামগ্রী দিলেন সাবিনা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২০  

দেশব্যাপী লকডাউনে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন দিনমজুর শ্রেণির মানুষেরা। সাতক্ষীরায় এমন মানুষগুলো এখন অসহায়। তাদের সহায়তায় যে যেভাবে পারছেন পাশে দাঁড়াচ্ছেন। ক্রীড়াঙ্গনের তারকারাও নিজেদের মতো করে এই মানুষদের পাশে দাঁড়াচ্ছেন। জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনও বসে নেই।

শনিবার নিজ জেলা সাতক্ষীরায় ৭০টি পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করেছেন। এদিন সকালে প্রত্যেক পরিবারকে চাল, ছোলা, মুড়ি, তেল ও আলু প্রদান করেছেন। আগেই কিছু অসহায় মানুষের তালিকা তৈরি করে রেখেছিলেন। সেই তালিকা ধরে নিজ উদ্যোগে তাদের সহায়তা করেছেন।

এমন উদ্যোগ নিয়ে সাবিনা খাতুন বলেছেন, ‘কয়েকদিন ধরেই আমি দেখছিলাম আশপাশের কিছু মানুষ কষ্ট করছেন। তখন আমি নিজ থেকে একটা তালিকা তৈরি করে শনিবার (১৮ এপ্রিল) সকালে তাদের ডেকেছিলাম। আমি যতটুকু পেরেছি, তাদের পাশে থাকার চেষ্টা করেছি।’

এ সময় সাবিনা সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান, ‘আমার বিশ্বাস সমাজের বিত্তবান ও সামর্থ্যবানরা যদি তার আশপাশের মানুষগুলোকে দেখেন, তাহলে কেউ না খেয়ে থাকবে না। আমাদের সবারই উচিত এই দুঃসময়ে অসহায়দের পাশে থাকা।’

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা