• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

কালিগঞ্জে বাল্য বিবাহ প্রতিরোধে গণশুনানী অনুষ্ঠিত

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২০  

কালিগঞ্জে বাল্য বিবাহ প্রতিরোধে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারী) উপজেলা উপদেষ্টা পরিষদ ও যুব ফোরামের আয়োজনে লিডার্স এর বাস্তবায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউকে এইড এর অর্থায়নে সমাজ পরিবর্তনে যুব সংহতি প্রকল্পের আওতায় বাল্য বিবাহ প্রতিরোধে গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দিন। উপজেলা লিডার্স এর উপদেষ্টা পরিষদের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় গণশুনানী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ অনোয়ার হোসেন, মৌতলা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বাটুল, নবযাত্রার জেন্ডার অফিসার লায়লা আরজুমান খানম, বিন্দু নারী সংস্থার নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া, লিডার্সের প্রকল্প সমন্বকারী শওকৎ হোসেন, মানবাধিকার কর্মী ওয়াহিদুর রহমান ছোট, বাল্য বিবাহের শিকার শাহানার পারভীন, সবিতা রানী, রহিমা খাতুন, প্রোগ্রাম অফিসার সুলতা সাহা, ফিল্ড ফেসিলিটিটর শম্পা বিশ্বাস, বাবর আলী, ইয়াসমিন প্রমুখ।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা