• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

লজ্জাবতী গাছের উপকারিতা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২১  

হাত পা জ্বালা, অর্শ্ব, রক্তপিত্ত, যোনির ক্ষত, নাড়ি সরে আসা, আধার যোনি ক্ষতে, আমাশয়, দমকা ভেদ, মল কাঠিন্য, দাতের মাড়ি ক্ষতে, বগলে দুগন্ধ, কানের পুঁজ, কুজ্জতা বিভিন্ন রোগে লজ্জাবতী বেশ উপকারী ।

হাত পা জ্বালা নিরাময়ের ক্ষেত্রে লজ্জাবতীর গাছ মূল পাতা ১০ গ্রাম ৪গ্রাম কাপ পানিতে সিদ্ধ করে এক কাপ থাকতে নামিয়ে ছেকে সেবন করলে উপকার লাগে ।

অশ্ব রোগের ক্ষেত্রে গাছে ও মূলে ১০ গ্রাম আন্দাজ এক কাপ দুধ ও তিন কাপ পানি এক সঙ্গে মিশিয়ে একত্রে সিদ্ধ করে এক কাপ থাকতে নামিয়ে ছেকে নিয়ে প্রত্যেক দিন সকাল –বিকাল দুবার খেতে হবে । ছাগলের দুধ হলে ভাল হয় ।

আমাশয় এ লজ্জাবতীর ডাটা পাতা মিলিয়ে ১০ গ্রাম সিদ্ধ করে ছেকে খেতে হবে । আর যাদের আমযুক্ত গাজলা দাস্ত হয় ,তারা শুধু পাঁচ বা ছয় গ্রাম সিদ্ধ করে ছেকে খেলে উপকার পাবেন ।

ঘামের দুর্গন্ধ হয় এবং পোশাকে হলদে দাগ লাগে । এক্ষেত্রে লজ্জাবতী গাছের ডাটা ও পাতার ক্বাথ তৈরী করে বগল ও শরীর মাখতে হবে । তাহলে এ অসুবিধা দূর হবে ।

অনেকের মল গুলটে হয়, বুলেটের মত কয়েকটা বের হয় । এক্ষেত্রে মূল ৭/৮ গ্রাম থেতো করে সিদ্ধ করতে হবে এবং ছেকে ঐ পানিটা খেতে হবে ।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা