• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

বেশি দিন কোচিং করাব না: জিদান

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৮ জুন ২০২০  

খেলোয়াড় হিসেবে যেমন অসাধারণ ছিলেন, কোচ হিসেবেও তেমনই অসাধারণ জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা টাইটেল, স্প্যানিশ কাপসহ অনেককিছুই জিতেছেন তিনি। তবে খুব বেশিদিন এই পেশায় থাকতে চান না বলে জানিয়েছেন জিদান।

লা লিগায় রোববার এস্পানিওলের বিপক্ষে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কোচিং ক্যারিয়ার নিয়ে নিজের ভবিষ্যত ভাবনার কথা জানান রিয়াল কোচ জিদান। খেলোয়াড় হিসেবেই ভালো ছিলেন বলে মনে করেন তিনি।

ফ্রান্সের সাবেক অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় কোচের চেয়ে ফুটবলার হিসেবে আমি ভালো ছিলাম। যদিও এখন যেটা করছি, তা নিয়ে আমি খুশি। কিন্তু কোচ-ফুটবলার পরিচয় নিয়ে আমার ভাবনাটা এমনই।’

জিদান আরো বলেন, ‘আমার মাথায় সবসময় আমি একজন ফুটবলার-এই ভাবনাটাই  থাকে। আমি ক্যারিয়ারে ১৮-১৯ বছর ধরে খেলেছি। সেসময় যখন আমাকে জিজ্ঞেস করা হতো আমি কোচ হব কি-না তখন বলতাম, না। কিন্তু শেষ পর্যন্ত আমি কোচ হলাম। কিন্তু এই পেশা ধীরে ধীরে আমার আগ্রহ কেড়ে নিয়েছে।’

রিয়াল বস যোগ করেন, ‘আমি ২০ বছর ধরে কোচিং করাব না। নিশ্চিত জানি না কত বছর কোচিং করাব, কারণ আমি কোনো কিছু নিয়ে পরিকল্পনা করি না। প্রতিদিনের কাজ আমাকে অনুপ্রাণিত করে। যখন আগ্রহ একবারে শেষ হয়ে যাবে তারপর আমি অন্যকিছু করব।’

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা